চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ^বিদ্যালয়ে (সিভাসু) ‘রাইটিং রিসার্চ গ্রান্ট প্রপোজাল ফর ইয়াং একাডেমিশিয়ানস’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্সস সেল (আইকিউএসি) সিভাসু’র সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের জন্য গত মঙ্গলবার এই কর্মশালার আয়োজন করে।
বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে সকাল ৯টায় অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ইউজিসি’র সদস্য প্রফেসর ড. বিশ^জিৎ চন্দ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল এবং ইউজিসি’র স্ট্র্যাটেজিক প্লানিং ও কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গউজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (কিউএ) ও সহযোগী অধ্যাপক ড. মো: কাউছার-উল-আলম।
কর্মশালার টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র ওয়ান হেল্থ ইনস্টিটিউটের পরিচালক ও প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ড. শারমীন চৌধুরী, জেনেটিক্স অ্যান্ড এনিম্যাল ব্রিডিং বিভাগের প্রধান প্রফেসর ড. মো: কবিরুল ইসলাম খান এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান।