ভোলায় ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৬ হাজার দুইশো টাকায় বিক্রি করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বিকেলে সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে মাছটি বিক্রি হয়। মাছটি কিনেছেন জসিম উদ্দিন নামে এক মাছ ব্যবসায়ী।
তুলাতলি মৎস্য ঘাটের আড়তদার কামাল ব্যাপারী জানান, সকালে জেলে সবুজ মাঝি মনপুরা সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরতে যান। এসময় অন্য মাছের সঙ্গে এ মাছটিও জালে ধরা পড়ে। বিকেলে নিলামের মাধ্যমে মাছটি ৬ হাজার দুইশো টাকায় বিক্রি করা হয়েছে।
ক্রেতা জানান, তিনি মাছটি সন্ধ্যায় প্যাকেটিং করে বিক্রির জন্য খুলনায় পাঠিয়েছেন। তিনি আশা করছেন ৭ হাজার অথবা ৮ হাজার টাকায় মাছটি বিক্রি করা যাবে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, বিগত দিনে সরকারি নিষেধাজ্ঞা ভালোভাবে পালিত হওয়ায় জেলেরা এখন সুফল পাচ্ছেন। তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে মাছের পরিমাণও বাড়বে।