চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের প্রধান উপদেষ্টা মনোনীত হয়েছেন। গত ২৯শে জুলাই ২০২৩ খ্রি. রাজধানী ঢাকায় আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নির্বাচন পরবর্তী এই মনোনয়ন প্রদান করা হয়। এ উপলক্ষ্যে গতকাল ৩০শে জুলাই (রবিবার) ২০২৩ খ্রি. বিকাল ৫:০০ ঘটিকায় চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম মহোদয়ের সাথে প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ভাইস চ্যান্সেলর মহোদয়ের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরের সাথেও সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশন ও স্টাফ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Home শীর্ষ সংবাদ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হলেন চুয়েটের সৈয়দ মোহাম্মদ ইকরাম