ব্রুডিংয়ে তাপ কম বা বেশি হলে করণীয়

696

ব্রুডিংকালিন লেয়ার বাচ্চা

  • ব্রুডারের নিচে গাদাগাদি করলে বুঝতে হবে প্রয়োজনের তুলনায় তাপ কম হচ্ছে; তাপের উৎস বাড়াতে হবে, ব্রুডার নিচে নামিয়ে দিতে হবে।
  • যদি বাচ্চা চিক গার্ডের সাথে লেগে বসে আছে এবং ব্রুডারের নিচে কোন বাচ্চা নাই তাহলে বুঝতে হবে তাপ বেশি হচ্ছে, তাপের উৎস কমিয়ে দিতে হবে, ব্রুডার উপরে তুলে দিতে হবে। চিক গার্ডের ভিতর পানি ও খাদ্যপাত্র এমনভাবে স্থাপন করুন যাতে বাচ্চার দৌড়াদৌড়ি ও চলাচলে কোন ব্যাঘাত না হয়।
  • যদি বাচ্চা চিক গার্ডের সব জায়গায় সমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে বুঝতে হবে তাপ সঠিকভাবে দেওয়া হচ্ছে এই ধরনের পরিবেশে বাচ্চা সঠিকভাবে খাবার গ্রহণ করবে এবং দ্রুত দৈহিক ওজন লাভ করবে।