মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করলো সিভাসু’র ৫৯ শিক্ষার্থী

101

ইনটার্নশিপ করতে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করলো চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের (সেশন ২০১৮-২০১৯) ৫৯ জন শিক্ষার্থী। আজ ১৭ আগস্ট বৃহস্পতিবার তাঁরা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।

শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী তারা এক মাস বিনা খরচে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি) তে অবস্থান করে তাদের ইনটার্নশিপ কার্যক্রম সম্পন্ন করবে।

মালয়েশিয়া যাত্রার প্রাক্কালে শিক্ষার্থীরা ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ^াসের নেতৃত্বে বিশ^বিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে ফটোসেশনে অংশ নেয়।