কোল্ডস্টোরেজগুলো সিন্ডিকেট করে মানুষের টাকা চুষে নিচ্ছে: কৃষিমন্ত্রী

129

কোল্ডস্টোরেজগুলো সিন্ডিকেট করে মানুষের টাকা চুষে নিচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সিন্ডিকেটের কাছে আমরা অসহায়, কিছুই করতে পারছি না। চাপ দিলে তারা বাজার থেকে পণ্য তুলে নিয়ে যায়। তিনি বলেন, আলুতে আমরা অনেক বেশি সারপ্লাস হলেও সিন্ডিকেটের কাছে অসহায়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ফরিদপুর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর ও যশোর অঞ্চলের আয়োজনে গতকাল বৃস্পতিবার সদর উপজেলায় মাল্টিপারপাস হলরুমে ফরিদপুর ও যশোর অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতগুলো সম্প্রসারণ এবং শস্যবিন্যাসে তেল ফসলের অন্তর্ভুক্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

তিনি বলেন, আগের দিনে মানুষ খাদ্যের অভাবে অনেক কষ্ট করলেও বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মানুষ এখন না খেয়ে মরে না। বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। আর কৃষির উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার প্রধানমন্ত্রী কর্তৃক ক্রমাগতভাবে কৃষিবান্ধব নীতি গ্রহণ ও তা বাস্তবায়ন করে সার, সেচ, বীজসহ কৃষি উপকরণ সহজলভ্যভাবে কৃষকের দোরগোড়ায় অব্যাহতভাবে পৌঁছে দিচ্ছে। এর ফলে উন্নত প্রযুক্তির উৎকর্ষে প্রতিটি ফসল উৎপাদনে সক্ষম হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, এতে করে কৃষক ও গ্রামীণ মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিএআরসি নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, বিএডিসি চেয়ারম্যান আব্দুলাহ সাজ্জাদ, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

অনুষ্ঠানে কৌশলপত্র উপস্থাপন করেন কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ফরিদপুর অঞ্চল প্রধান ড. সেলিম আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ হারুন-অর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু হোসেন।