আনোয়ারায় অভিযানে আফ্রিকান মাগুর জব্দ

94

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সাগরে চলমান রয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এদিকে নিষেধাজ্ঞা কার্যকর করতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অফিস।

এসময় জব্দ করা হয় ১৫ কেজি ওজনের নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ। গতকাল শুক্রবার উপজেলার সরকার হাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসের সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় জনপ্রতিনিধি ও ইজারাদারদের উপস্থিতিতে নিবন্ধিত তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রশীদুল হক বলেন, সরকার ঘোষিত ইলিশের প্রধান প্রজনন মৌসুম সাগরে নিষেধাজ্ঞা কার্যকর করতে আমাদের মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। আজ বাজারে ইলিশ বেচাকেনা মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে।