জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৭৯ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটি লম্বায় ৬ ফুট। সোমবার উপজেলার কুলকান্দি এলাকায় ধরা পড়ে মাছটি। পরে মাছটি ৮২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়।
কুলকান্দি গ্রামের জেলে আমির আলী, শেরআলী ও দুদু মিয়া জানান, যমুনা নদীতে তাদের পাতা ফাঁসি জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। জালে এত বড় কিছু দেখে প্রথমে ভয় পান জেলেরা। এরপর নদী থেকে জাল টেনে নৌকায় তুলে বুঝতে পারেন আটকা পড়েছে বাঘাইড় মাছ। পরে কুলকান্দি বাজারে নিয়ে দেখা যায় মাছটির ওজন প্রায় ৭৯ কেজি।
জেলেরা জানান, অনেক কষ্টে মাছটিকে ডাঙায় তোলা হয়। তাদের জীবনে এই প্রথম এত বড় মাছ ধরলেন।
বিশাল আকৃতির মাছটি দেখতে আশপাশের লোকজন ভিড় জমায়। বাজারে তুলে জেলেরা মাছটির দাম হাঁকান ১ লাখ টাকা। পরে ৮২ হাজার ৫০০ টাকায় স্থানীয়দের কাছে বিক্রি করেন। স্থানীয় লোকজন মাছটি ভাগ-বাটোয়ারা করে নেন।