চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর মেডিসিন ও সার্জারি বিভাগের উদ্যোগে “Use & basics of Ultrasonogram Machine” শীর্ষক পাঁচ দিনব্যাপী পশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ১৪-১৮ জানুয়ারি পর্যন্ত ১০টি সেশনে প্রাণিসম্পদ অধিদপ্তরের মোট ৩০০ কর্মকর্তা উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
গত ১৪ জানুয়ারি সকাল ১০টায় ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন কনফারেন্স রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভাসু’র মাননীয় ট্রেজারার প্রফেসর ড: মো: কামাল। মেডিসিন ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পঙ্কজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান, ভেটেরিনারি ক্লিনিক্সের পরিচালক প্রফেসর ড. ভজন চন্দ্র দাস, প্রাণিসম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড. এ কে এম হুমায়ুন কবির ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ নজরুল ইসলাম। প্রশিক্ষণের কো-অর্ডিনেটর ছিলেন মেডিসিন ও সার্জারি বিভাগের প্রফেসর ড. আজিজুন্নেছা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা প্রাণির গর্ভ পরীক্ষাসহ বিভিন্ন রোগ নির্ণয়ে আল্ট্রাসনোগ্রাফির গুরুত্ব তুলে ধনের। তারা মানবসম্পদের পাশাপাশি প্রাণিসম্পদের উন্নয়নে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ-২০৪১ বিনির্মাণে আলট্রাসনোগ্রাফির মত বিভিন্ন ডায়াগনস্টিক টুলের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষনার্থীদের বিভিন্ন ধরনের প্রাণির রোগ নির্ণয়সহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
১৮ জানুয়রি প্রশিক্ষণ শেষে মেডিসিন ও সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পঙ্কজ চক্রবর্তীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড. এ কে এম হুমায়ুন কবির।