চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে “আউটকাম বেইসড এডুকেশন: কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড অ্যাক্টিভিটিজ” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ই ফেব্রুয়ারি (মঙ্গলবার) ২০২৪ খ্রি. সকাল ১০:৩০ ঘটিকায় প্রশাসনিক ভবনের একাডেমিক কাউন্সিল কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে ছিলেন ব্র্যাক বিশ^বিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন এবং ইঅঊঞঊ-এর কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-এর ভাইস-চেয়ার অধ্যাপক ড. আরশাদ এম. চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র সেকশন অফিসার জনাব মো. ইমরান হোসেন।
Home শীর্ষ সংবাদ চুয়েটে “আউটকাম বেইসড এডুকেশন: কমপ্লেক্স ইঞ্জিনিয়ারিং প্রবলেমস অ্যান্ড অ্যাক্টিভিটিজ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা...