দিনাজপুরের হিলিতে বেড়েছে সব ধরনের আলুর দাম। তিন দিনের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ৬ টাকা। চাহিদা বাড়ায় পণ্যটির দাম বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে পণ্যটির দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। গতকাল মঙ্গলবার সকালে হিলি বাজারে গিয়ে এ তথ্য পাওয়া যায়। রমজানের কারণে চাহিদা বাড়ায় দাম বেড়েছে আলুর দাম। তবে হিলি স্থলবন্দর দিয়ে এক মাস বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে আলু আমদানি। আমদানি হওয়ার পরও এর প্রভাব কিন্তু পড়েনি বাজারে। বরং আরও দাম বেড়ে গেছে।
হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, ‘গত দুই দিন আগে আমরা কাটিনাল আলুটি ২৪ টাকা কেজিদরে বিক্রি করেছি, আর লালগুটি আলুটি ২৮ টাকা কেজিদরে বিক্রি করেছি। তবে বর্তমান রমজানের কারণে চাহিদা বাড়ায় দাম কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়ে গেছে। বর্তমান কাটিনাল জাতের আলু বিক্রি করছি ৩০ টাকা কেজি ও লাল গুটি ও রোমানা জাতের আলুটি ৩৫ টাকা কেজিদরে বিক্রি করছি।’
ক্রেতা করিম উদ্দিন বলেন, ‘আজকে থেকে ১ম রোজা শুরু। আর আজকে বাজার করতে এসে দেখি সব জিনিসের মধ্যে আগুন ধরে গেছে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। তার মধ্যে আলু হলো নিত্যপ্রয়োজনীর মধ্যে প্রধান, সেটিরও যদি কেজিতে ৫ থেকে ৬ টাকা দাম বৃদ্ধি হয় তাহলে আমরা খাব কি?’রিকশাচালক শাহিন বলেন, ‘আমরা গরিব মানুষ অল্প আয়ের মানুষ। রমজান মাস খেতেই হবে। কিন্তু বাজারের যে দ্রব্যমূল্যের দাম তাতে আমাদের গরিব মানুষের জন্য কেনাকাটা করা খুবই মুশকিল।’
এদিকে আমদানিকারক বাবু বলেন, ‘বর্তমান আলুর বাজার ঊর্ধ্বগতি; তাই বাজার নিয়ন্ত্রণ রাখার জন্য ভারত থেকে আলু আমদানি শুরু করেছি। ইতোমধ্যে শনি ও রোববার হিলি স্থলবন্দর দিয়ে ৬ ট্রাকে ১২৯ মেট্রিক টন আলু আমদানি করেছি। সেগুলো বন্দর থেকে ২৩ টাকা কেজিদরে বিক্রি করেছি।’