ব্রয়লার মুরগির সর্বোচ্চ ওজন পেতে করণীয় কি কি কাজ রয়েছে সেগুলো পোলট্রি খামারিদের ভালোভাবে জেনে রাখতে হবে। অধিক লাভের আশায় অনেকেই খামারে ব্রয়লার মুরগি পালন করে থাকেন। তবে ব্রয়লার মুরগি পালনে ওজন বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। আসুন আজকে জেনে নিব ব্রয়লার মুরগির সর্বোচ্চ ওজন পেতে করণীয় সম্পর্কে-
ব্রয়লার মুরগির সর্বোচ্চ ওজন পেতে করণীয়ঃ
৭ম দিনে কাঙ্খিত টার্গেট ওজনের জন্য যা করতে হবে-
সর্বপরি গুণগত মানসম্পন্ন বাচ্চা।
পরিমিত জায়গা এবং পযার্প্ত খাদ্য ও পানির পাত্র।
সময়মত পাত্র পরিষ্কার করে খাদ্য ও পানি সরবরাহ করা।
ভাল ব্রুডিং ব্যবস্থাপনা।
সুষম খাদ্য ও নিরাপদ পানি।
বাচ্চা ব্রুডারে ছাড়ার পর ১ম ২৪ ঘন্টায় খাদ্য থলি ১০০ ভাগ ভরা।
১ম দিন গ্লুকোজ / চিনি / ভিটামিন/ এন্টিবায়োটিক না খাওয়ানো।
৭ম দিনে কাঙ্খিত ওজন আসলে-
মাংস বৃদ্ধি ত্বরান্বিত হবে, ফলে দ্রুত ওজন আসবে।
বাচ্চার পরিপাকতন্ত্র বা খাদ্যনালী পরিপূর্ণ ভাবে বৃদ্ধি পাবে, ফলে খাদ্য হজম ভালভাবে হবে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির অঙ্গগুলো পরিপক্ক হবে ফলে টিকা ভালভাবে কাজ করবে।
মৃত্যু হার কম হবে।
এফ.সি.আর (FCR) ভাল হবে।
ইউনিফরমিটি ভাল হবে।
ব্রুডারে ছাড়ার পূর্বে এবং ৭ম দিনে বাচ্চার ওজন পরিমাপ করে মূল্যায়ন করতে হবে ব্যাচ শেষে কি পরিমাণ ওজন আসবে। সর্বাধিক ওজন তথা লাভের জন্য ৭ম দিনের ওজনের দিকে অধিক গুরুত্ব দিতে হবে।