খুলনায় বেড়েই চলেছে মাছ-মাংসের দাম

88

 

খুলনায় সবজির বাজার স্বাভাবিক হলেও দাম বেড়েছে মাছ-মাংসের। কমছে না মুরগির দামও। নগরীর একাধিক বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

নগরীর টুটপাড়া জোড়াকল বাজারের সবজি বিক্রেতা নুর আলম রানা জানান, শীতের সবজি না থাকলেও লাউ, পেঁপে, পটোল, মিষ্টি কুমড়া, সজনেসহ নানা ধরনের শাক ৩০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। জানুয়ারি -ফেব্রুয়ারি মাসেও এমন দামে সবজি বিক্রি হয়েছে।

জীবন হাওলাদার নামের আরেক ব্যবসায়ী জানান, বাজারে আলুর দাম বেড়েছে। গত সপ্তাহে কেজিপ্রতি ৪০ টাকায় আলু পাওয়া গেলেও গত ২-৩ দিন ৪৫ টাকায় গিয়ে ঠেকেছে। বাজারে ৬০ টাকায় পাওয়া যাচ্ছে পেঁয়াজ।

ওই বাজারের মাছ বিক্রেতা ফরিদ জানান, বাজারে ৬০০-৭০০ টাকার নিচে কোনো চিংড়ি নেই। তেলাপিয়া ২০০ টাকা, রুই, কাতলা, মৃগেল ২২০-২৮০ টাকা, ইলিশ মাছ ৮০০-১২০০ টাকা, টেংরা ৪০০-৬০০ টাকা, শোল ৫০০-৬০০ টাকা ও পাবদা ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বাজারে মুরগি বিক্রেতা মনির জানান, বাজারে ২১০ টাকায় ব্রয়লার, ২৯০ টাকায় সোনালী মুরগি বিক্রি হচ্ছে।