রংপুর বেতার কেন্দ্রে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক

1114

[su_slider source=”media: 4095,4096″ title=”no” pages=”no”] [/su_slider]

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: বাংলাদেশ বেতার’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহজাদী আঞ্জুমান আরা একদিনের সফরে এসে গত ১৫ এপ্রিল রংপুর বেতার কেন্দ্রে’র ক্যাম্পাসে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন। এরপর তিনি শ্রোতাগবেষণা সেল উদ্বোধন করেন। এ সেলের উদ্দেশ্য হলো-সঠিক শ্র্রোতা পরিসংখ্যান, শ্রোতার মতামত জানা, শ্রোতার সংখ্যা বৃদ্ধি, শ্রোতার প্রত্যাশা অনুযায়ি অনুষ্ঠান প্রচার করা। পরে তিনি বেতারের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তাফা কামালের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপমহাপরিচালক (অনুষ্ঠান) সালাউদ্দিন আহমেদ। বেতারের সকল পর্যায়ের কর্মকর্তারা এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভা শেষে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন রনোজিৎ কুমার সরকার, নিলিমা আক্তার প্রমুখ।