কিভাবে এন্টিবায়োটিকের ব্যবহার কমানো যায়ঃ
১।একটা ফার্ম থেকে আরেকটা ফার্ম নির্দিস্ট দূরে করতে হবে
আক্রান্ত ফার্ম দূরে হলে জীবাণুর সংস্পশে আসার সম্বাবনা কম থাকে।
মেইন রাস্তা থেকে ৩০০ফুট দূরে করতে হবে
২।ক্লিনিং,ডিসইনফেকশন এবং ডাউন টাইম
ভালভাবে ফার্ম পরিস্কার করলে ৮০% জীবাণু কমে যায়।
মুরগি বিক্রির পর ড্রাই ক্লিনিং করে লিটার,ডাস্ট,ডার্ট সরিয়ে ফেলতে হবে।
তারপর পানি ও জীবাণূনাশক দিয়ে ছাদ,ওয়াল,ফ্লোর ও ইকোইমেন্ট পরিস্কার করতে হবে।
জীবাণুনাশক দিয়ে পরিস্কার করে ১৪-২১(ডাউন টাইম)দিন রেস্টে রাখতে হবে।
৩।অল ইন আল আউট
একই বয়সের মুরগি অসুস্থ কম হয় কারণ বয়সের সাথে ডিজিজের সম্পর্ক আছে।বাচ্চা মুরগি বয়স্ক মুরগি থেকে আক্রান্ত হয়।
তাছাড়া সব সময় মুরগি ফার্মে থাকলে জীবানূ তার হোস্ট পেয়ে যায় যার কারণ জীবাণূ মুক্ত বা দূর করা কঠিন হয়ে যায়।
৪।বাচ্চার কোয়ালিটি এবং ম্যাটার্নাল এন্টিবডি
ব্রিডারে যদি সব ভ্যাক্সিন ভাল করে দেয়া থাকে তাহলে বাচ্চাতে এন্টিবডি আসবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে এবং দীর্ঘ স্থায়ী হবে।
৫।বায়োসিকিউরিটি
বায়োসিকিউরিটি অনেক বড় একটা বিষয় যার ভিতর প্রায় সব কিছু আছে যার মাধ্যমে ২০% কমানো যাবে।
ইদুর,বন্য পাখি,পোকামাকড় থেকে ফার্ম কে মুক্ত রাখতে হবে
৬।নিউট্রিশন(১০%)
খাবার ও পানি যাতে ভাল হয় এতে মুরগি অসুস্থ কম হবে,স্ট্রেস মোকাবেলা করতে পারবে।
৭।ভাল ব্যবস্থাপনা(১০%)
লিটার ভাল মানে ৫০% মুরগি ভাল ।
পর্দা যদি ঠিক মত দেয়া হয় তাহলে অনেক রোগ থেকে মুক্ত থাকা যাবে ।
বডি ওয়েট ঃওজন ভাল হলে এবং একই সাইজের হলে রোগ ব্যাধি কম হবে।
কালিং,অসুস্থ মুরগি কালিং করতে হবে
সিজনাল ব্যবস্থাপনা
৮।ডিজিজ সারভেলেন্স
খাবার ও পানি ঠিক আছে কিনা,ভেন্টিলেশন ঠিক আছে কিনা,খাচায় লাইন ঠিক আছে কিনা।ফার্মের চারদিকে ভেড়া আছে কিনা,ডিম খায় কিনা।
ফার্মে সব বিষয়ে খেয়াল রাখতে হবে।
৯।ভ্যাক্সিনেশন
সঠিক বয়সে,সঠিক স্ট্রেইনের দক্ষ লোক দিয়ে ভ্যাক্সিন করলে সমস্যা হবে না।১০%
১০।এনিম্যাল ওয়েলফেয়ার
মুরগিকে উপযুক্ত পরিবেশ,পরিস্কার খাবার,হাউজিং।সব ধরণের ধকল থেকে মুক্ত রাখতে হবে।
১১।সঠিক ডায়াগ্নোসিস
ডায়াগনোসিস সঠিক হলে এন্টিবায়োটিক কম লাগে এমন কি অনেক সময় লাগে না,৩০% এন্টিবায়োটিকের ব্যবহার কমানো যাবে।ডায়াগ্নোসিস ঠিক না হলে এন্টিবায়োটিক চলতে থাকে।তাছাড়া বিবেকের কাছে দায়বদ্ধ থেকে চিকিৎসা কল্রলেও এন্টিবায়োটিকের ব্যবহার কিছুটা কমে যাবে।
ডিমার ও খামারী যদি সচেতন হয় এবং ডাক্তারের চিকিৎসা ফলো করে তাহলেও ২০% কমে যাবে।