গরুর বদ হজম দেখা দিলে যেসব সমস্যা দেখা দেয় ও হজম বৃদ্ধির উপায়

50

গরুর বদ হজম দেখা দিলে হতে পারে বিভিন্ন সমস্যা। যেমনঃ পেট ফাঁপা,খাবারের প্রতি রুচি কম, প্রসাব পায়খানা বন্ধ হয়ে যায়, এমন কি মারা ও যেতে পারে।

গরুর হজম বৃদ্ধির উপায়:

১।খাবার খাওয়ার হাউজ/পাত্র প্রতিদিন পরিস্কার রাখুন।এতে গরুর খাবারের রুচি থাকে ও হজমে সহায়তা করে।

২। যে পরিমাণ খাদ্য ও দানাদার দেওয়া উচিত ততটুকু দেন যা সহজেই হজম হবে। ২/৩ দিনের দানাদার মিশ্রিত ভাসি খাবার দেওয়া পরিহার করুন।

৩।সপ্তাহে ২/৩ দিন গরুকে আদার রস ১০০-১৫০ গ্রাম ছোট গরু হলে আরো কম দেন।পাশাপাশি খাবার সোডা ও দিতে পারেন পরিমান মতো। এতে বদহজম দূর হবে। খাবারের প্রতি রুচি থাকবে।

৪।খামার প্রতিদিন পরিস্কার করুন, নিয়মিত গরুকে গোসল করান,খামার ও রাবার মেট থাকলে জীবনু নাশক ব্যবহার করুন নিয়মিত এতে বিভিন্ন দূগন্ধ দূর হবে তাতে ও গরুর বদহজম হবে না।

৫।খামারের প্রতিটি গরুকে ৩ মাস পর পর কৃমি মুক্ত করুন, ও ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় চিকিৎসা নিন, কেননা অনেক সময় কৃমির কারনে খাবারের রুচি কমে যায়।

৬।প্রতি ২/৩ মাস পর পর গরুকে জিংক দেন এতে খাবারের রুচি বৃদ্ধি হবে ও বদহজম হবে না।

৭।গরুকে ভাত/খুঁদের জাউ এগুলো দেওয়া বন্ধ করুন এগুলোর কারণে ও গরুর বদ হজম হয়ে থাকে। গরুকে নিয়মিত কাঁচা ঘাস দেন।

৮।গরুকে ১৪/১৫ দিন পর পর রুচিবর্ধক পাউটার/ট্যাবলেট পরিমাণ মতো দিতে পারেন, এতে করে খাদ্য হজম করতে বিশেষ ভূমিকা রাখে।

৯।গরমকাল হলে গরুকে নিয়মিত গোসল করান পরিস্কার পানি দিয়ে।শীতকাল হলে কিছুটা পরিবর্তন হতে পারে। পাশাপাশি পশুকে পরিস্কার পানি খেতে দেন এতে করে পশুর বদ হজম হবে না।

১০।অধিক লাভের আশায় গরুকে অতিরিক্ত দানাদার দিবেন না,কারণ অতিরিক্ত দানাদার দিলে পশু দ্রুত হজম করতে পারে না।বিধায় বদ হজম দেখা দেয়।সুতরাং পরিমান মতো দানাদার পশুকে খেতে দেন।

খাদ্য হজম করতে পারলেই গরুর শরীল ও স্বাস্থ্যের উন্নতি হবে, সুতরাং বদ হজমের দিকগুলো পরিহার করুন।