গরুর খামারে রোগের প্রাদুর্ভাব কমাতে যে পদক্ষেপ গ্রহণ জরুরি

12

গরুর খামারে রোগের প্রাদুর্ভাব কমানোর কৌশলঃ
১। গরুর খামার ও এর আশপাশের স্থানগুলো নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে। সম্ভব হলে পানিতে জীবাণুনাশক মিশিয়ে খামারের ভেতরে ও আশপাশে স্প্রে করে দিতে হবে।

২। খামারে গরুর খাদ্যের পাত্র সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। খাদ্য প্রদানের পাত্রে ময়লা থাকলে এর মাধ্যমে গরুর বিভিন্ন রোগ দেখা দিতে পারে।

৩। গরুর খামারে স্বাস্থ্যসম্মত উপায়ে পরিমিত পানি ও সুষম খাদ্য প্রদান করতে হবে। পুষ্টিকর ও সুষম খাদ্য প্রদান করলে গরু সুস্থ থাকবে ও রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে।

৪। খামারের গরুগুলোকে নিয়মিত গোসল করোনার ব্যবস্থা করতে হবে। গরুকে নিয়মিত গোসল করালে গরু শরীর পরিষ্কার থাকবে ও রোগের সংক্রমণ কমে যাবে।

৫। খামারের কোন গরু রোগাক্রান্ত হলে গরুকে অবশ্যই পৃথক করে রাখতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬। খামারে রোগের প্রাদুর্ভাব কমাতে জৈব নিরাপত্তা কঠোরভাবে মেনে চলতে হবে।

৭। খামারের গরু জটিল কোন রোগে আক্রান্ত হলে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।