ছাগলকে গরিবের গাভী বলা হয়। আর এই গরীবের গাভী খ্যাত ছাগল পালনে লাভবান হওয়ার অন্যতম ভালো পদ্ধতি হলো মাচা পদ্ধতি। মাচা পদ্ধতিতে ছাগল পালনে সুবিধা গুলোও অনেক।
ছাগল পালনে সফলতার অন্যতম এ পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। এ পদ্ধতিতে ছাগল পালন করতে তেমন খাদ্য খরচ নেই। এছাড়া চিকিৎসা ব্যয়ও অনেকাংশ কম।
মাচা পদ্ধতিতে ছাগল পালনে অন্যতম সুবিধাগুলোর মধ্যে রয়েছে,
১. সর্দি-কাশি, নিউমোনিয়া রোগ হবে না।
২. কৃমি, উকুন, চর্মরোগ কম হবে।
৩. প্রস্রাব, গোবর সাথে সাথে নিচে পড়ে যায়। ফলে শরীর পরিষ্কার থাকে।
৪. শীতকালে ঠাণ্ডা কম লাগে।
৫. মাচার ওপর ও নিচ দিয়ে বাতাস চলাচল করে বিধায় মাচা শুকনো থাকে, যা ছাগলের জন্য আরামদায়ক।
৬. সর্বোপরি ছাগলের স্বাস্থ্য ভালো থাকে ও উৎপাদন বৃদ্ধি পায়।