সফলতার দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে ফকিরান (রংপুর) কৃষিজীবী বেতার শ্রোতা ক্লাব

316

bodnat pic

সেখ জিয়াউর রহমান, রংপুর প্রতিনিধি: আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষির উন্নতি মানেই জাতীয় উন্নতি আর কৃষির উন্নতি করতে হলে আধুনিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। সে লক্ষে ফকিরান (রংপুর) কৃষিজীবী বেতার শ্রোতা ক্লাব সফলতা লাভের দৃপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে। এ ক্লাবের সদস্যরা চাষি পর্যায়ে উন্নত মানের ধান বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণসহ আধুনিক কৃষি প্রযুক্তিতে শাকসবজি উৎপাদন এবং ধান ক্ষেতে মাছ চাষ, আইলে সবজি চাষের ফলে তাদের আর কোনো কিছুই বাজার থেকে কিনে খেতে হয় না। অতিরিক্ত পণ্য বাজারে বিক্রয় করে আর্থিকভাবে তারা লাভবান হচ্ছেন। এ ক্লাবের প্রতিটি সদস্য তাদের বাড়িতে ভার্মি কম্পোস্ট সার তৈরি করে থাকেন। তাদের উৎপাদিত শাকসবজিতে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করা হয় না। ক্লাবের সভাপতি ও জেলা কৃষি ঋণ কমিটির কৃষক প্রতিনিধি বৈদ্যনাথ বর্মন জানান, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক সায়েদ মোস্তফা কামালকে, যার মাধ্যমে আমরা এ ক্লাবের রেজিস্ট্রেশন পেয়েছি। এ সুযোগে আমরা সবাই একসাথে বেতারের কৃষি বিষয়ক অনুষ্ঠান শুনতে পাই। সে অনুযায়ি আধুনিক কৃষি ও লাগসই কৃষি প্রযুক্তি কাজে লাগিয়ে শস্য উৎপাদন বৃদ্ধি করার পাশাপাশি আমাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে।