রাজধানীতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত

317

[su_slider source=”media: 4407,4403,4406,4404,4405,4408,4410,4411″ title=”no” pages=”no”] [/su_slider]

ফার্মস এ্যান্ড ফার্মার ২৪ কম. ডেক্স: প্রাণিসম্পদ অধিদপ্তর ও দি ভেট এক্সিকিউটিভ যৌথ আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও  আজ (২৯ এপ্রিল) পালিত হলো বিশ্ব ভেটেরিনারি দিবস ২০১৭। ‘Antimicrobial Resistance-From Awareness To Action’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি শেষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মোহাম্মদ ছায়েদুলহক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ’র সাবেক সভাপতি কৃষিবিদ  আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম এমপি।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, খাদ্য উৎপাদনে আমরা ইতোমধ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এখন প্রয়োজন পুষ্টিসমৃদ্ধ খাবার সরবরাহ করা। এরই অংশ হিসেবে নিরাপদ প্রাণিজ আমিষের যোগান দেয়া অর্থাৎ ডিম, দুধ ও মাংস উৎপাদন আমাদের বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্যসম্মত প্রাণিজপণ্যের পূর্বশর্ত হচ্ছে ভেটেরিনারি সার্ভিস নিশ্চিত করা। তাই উৎপাদিত পণ্যের গুণাগুণ বজায় রাখার জন্য ভেটেরিনারিদের আরও দায়িত্বশীলতার সাথে কাজ করার জন্য তিনি আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রাণিখাদ্য এবং গবাদি প্রাণির চিকিৎসায় এন্টিবায়োটিকের ব্যবহার কেবলই বৃদ্ধি পাচ্ছে। তাই  আইন মোতাবেক রেজিস্টার্ড ভেটেরিনারি চিকিৎসক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ ব্যতীত গবাদি প্রাণিকে কোনো চিকিৎসা অথবা এন্টিবায়োটিক ব্যবহার না হয় সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন কমিটি’র আহবায়ক ডা. এ এক এম নজরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন দিভেট এক্সিকিউটিভের সভাপতি ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। এরপর বাংলাদেশ ভেটেরিনারি স্টুডেন্টস ফেডারেশনের (বিভিএসএফ) অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারাদেশ থেকে সরকারি-বেসরকারি সেক্টরের প্রায় দেড় সহস্রাধিক ভেটেরিনারিয়ান উপস্থিত ছিলেন।