ভোলাহাটে (চাঁপাইনবাবগঞ্জ) ফল বাগান সম্প্রসারণে নারিকেল চারা বিতরণ ও কৃষক প্রশিক্ষণ

529

তুষার কুমার সাহা, চাঁপাইনবাবগঞ্জ থেকে:  ভোলাহাটের উপজেলা কৃষি অফিস এবং ‘বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প’র  যৌথ উদ্যোগে ফল বাগান সম্প্রসারণের লক্ষে ১১ মে চাঁপাইনবাবগঞ্জ কল্যানপুর হর্টিকালচার সেন্টারে ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা বিতরণের পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ ড. মো. সাইফুর রহমান প্রধান অতিথি হিসেবে নারিকেল চারা বিতরণ করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমখ্যাত ভোলাহাটে শুধু আম চাষ করলে চলবেনা, এর পাশাপাশি ফল বাগান সম্প্রসারণে নারিকেল চারা রোপণ করে খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হতে হবে। এরই অংশ হিসেবে আজ প্রত্যেক কৃষককে ২টি করে স্থানীয় জাত ও ২টি করে বিদেশি জাত ভিয়েতনাম (ওপি খাটো) চারা প্রদান করা হলো।

তিনি জানান, স্থানীয় জাতে ফল ধরতে একটু সময় লাগবে কিন্তু বিদেশি ভিয়েতনাম ওপি খাটো জাতের চারা রোপণের ৩ বছরের মধ্যে নারিকেল পাওয়া যাবে। কাজেই চারা নিলেই হবেনা, সঠিকভাবে রোপণ ও যত্ম  নিয়ে এর উৎপাদন বাড়াতে হবে। তবেই চারা বিতরণের স্বার্থকতা আসবে।

বাগান সম্প্রসারণে করণীয়, গর্ত তৈরি, সার প্রয়োগ ও  চারা রোপণ ও পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ।

এছাড়া পারিবারিক পুষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে নারিকেল ফলের ব্যবহার এবং বসতবাড়িতে ফল বাগান স্থাপনে কৃষকভাইদের  কী করণীয় এসব  বিষয়ের ওপর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোছা. সাবিয়া সুলতানা। এতে প্রায় শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।