ফার্মস অ্যান্ড ফার্মার২৪.কম ডেস্ক: অত্যধিক গরমে বাচ্চা তাপের উৎস থেকে দূরে অর্থাৎ গার্ডের কাছাকাছি অবস্থান করবে এবং বাচ্চা ‘হাঁকরে’ শ্বাস নিতে থাকবে। এ সময় বাচ্চা খাবার খাওয়া কমিয়ে দেয় । তাই ব্রুডার গার্ডের মধ্যে বাচ্চার জন্য আরামদায়ক অবস্থা তৈরির করতে নির্দিষ্টমাত্রায় তাপমাত্রা কমানো প্রয়োজন।
ব্রুডারে যদি ইলেকট্রিক বাল্ব ব্যবহার করা হয়, তাহলে ব্রুডারে বাল্বের সংখ্যা কমিয়ে অথবা ব্রুডার উঁচুতে উঠিয়ে তাপমাত্রা কমানো যেতে পারে ।