পোল্ট্রি শিল্পের আধুনিকায়নে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ

459

ফার্মসঅ্যান্ডফার্মারস ডেস্ক: পোল্ট্রি শিল্পের আধুনিকায়নে তথ্য প্রযুক্তিগত ও বিজ্ঞানসম্মত উন্নয়নে সবচেয়ে প্রয়োজনীয় ও অন্যতম উপাদান হচ্ছে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ।

আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটাতে না পারলে পোল্ট্রি ব্যবসাকে শিল্পে উত্তরণ করা সম্ভব নয় । পোল্ট্রি যন্ত্রপাতি এবং সাজ-সরঞ্জাম বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয় । কিছু যন্ত্রপাতি বিদেশ থেকে এনে দেশে বাজারজাত করা হয় । প্রশ্ন হচ্ছে উদ্যোগক্তারা এসব যন্ত্রপাতি কোথা থেকে সংগ্রহ করবেন?

যারা নতুন ফিড মিল ও পোল্ট্রি হ্যাচারি করবেন বলে ভাবছেন এবং যারা ইতোমধ্যেই করেছেন কিন্তু সেটাকে আরো আধুনিক করতে চান তাদের জন্য আমরা কিছু নির্বাচিত পোল্ট্রি যন্ত্রপাতি আমদানিকারক ও প্রস্ততকারক প্রতিষ্ঠানের নাম-ঠিকানা তুলে ধরেছি ।

সবকিছু বিবেচনা করে বাজার সম্পর্কে গবেষণা করুন, বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে দীর্ঘ নীতি গ্রহণ করুন ।

বিস্তারিত জানতে চাইলে নিয়মিত চোখ রাখুন । www.farmsandfarmer24.com

যন্ত্রপাতি ও সাজ- সরঞ্জাম প্রস্তত এবং আমদানিকারক কিছু প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের ঠিকানা দেয়া হল।

1.Axon LTD
Manager/service (24/7):+8801716379938
email:[email protected]

2. Technology & Agro Trading Co (TATCO)
Cell:01819214992
email:[email protected]

3.Protimax International
Call:01712511672
email:[email protected]

ফার্মসঅ্যান্ডফার্মারস২৪ডটকম/এম