চিরির বন্দরে মৎস্য ও প্রাণিসম্পদ সচিবের খামার পরিদর্শন

364

সেখ জিয়াউর রহমান, দিনাজপুর থেকে: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে আয়োজনে মঙ্গলবার বিভিন্ন ডেইরি খামার পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. মাকসুদুল হাসান।

এ সময় তিনি উপজেলা প্রাণিসম্পদ অফিস, বিভিন্ন ডেইরি খামার, ছাগল খামার, ভেড়া খামার, মিল্কভিটা চিলিং সেন্টার, নেপিয়ার ঘাস প্লট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ড. বিনয় কুমার চক্রবর্তী বাংলাদেশ প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক প্রোডাকশন, মেহেদী হাসান এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের রংপুরে ডিডি মাহাবুবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাশফাকুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু সাঈদ ও কাহারোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তারেক হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুন নাহার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. বিপুল কুমার চক্রবর্তী, চিরিরবন্দরের মৎস্য দপ্তরের এনএটিপি মহসীনা পারভীন উপস্থিত ছিলেন।

ফার্মসঅ্যান্ডফার্মারস২৪ডটকম/এম