পিপিআর ছাগলের ভাইরাসজনিত একটি মহামারী রোগ। পিপিআর রোগে আক্রান্ত হলে শতকরা ৮০-৯০ ভাগ ছাগলের মৃত্যু হয়। এই রোগটি সর্ব প্রথম ১৯৯৩ সালে বাংলাদেশে দেখা দেয়ার পর থেকে সারাদেশে এর প্রাদুর্ভাব রয়ে গেছে এবং ছাগল মারা যাচ্ছে।
পিপিআর রোগের বাহ্যিক লক্ষণসমূহ:
১। পিপিআর রোগ হলে আক্রান্ত ছাগল প্রথম দিকে ঝিম ধরে পিঠ বাঁকা করে দাঁড়িয়ে থাকে।
২। নাক, মুখ ও চোখ দিয়ে তরল পদার্থ বের হতে থকে।
৩। শরীরের তাপমাত্রা বেড়ে যায় (১০৫-১০৭ ডিগ্রি) ফারেনহাইট।
৪। ব্যাপকভাবে নিউমোনিয়া দেখা দেয়, সেই সাথে নির্গত শ্লেষ্মা দিয়ে নাকের ছিদ্র পথ বন্ধ হয়ে যায়।
৫। শেষের দিকে পাতলা পায়খানা বা ডায়রিয়া হয় এবং মলের রং হয় গাঢ় বাদামী। এমনকি মাঝে মধ্যে রক্ত মিশ্রিত আম থাকতে পারে।
৬। আক্রান্ত ছাগলকে সঠিক চিকিৎসা না দিলে ৪-৯ দিনের মধ্যে মারা যেতে পারে।
চলবে…
সূত্র: বিএলআরআই।
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম