ঝালকাঠিতে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু

344

jhalokathi-15.07.17=3

আমিনুল ইসলাম, ঝালকাঠি থেকে: ‘স্বাস্থ্য-পুষ্টি-অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ এ স্লোগানে ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা।

শনিবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষমেলার উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নলছিটি উপজেলা কৃষি সম্পসাররণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেন।

মেলার উদ্বোধনকালে মন্ত্রী বলেন, গাছ যেমন একদিকে পরিবেশের ভারসম্য রক্ষা করে, তেমনি মানুষকে বিনামূল্যে অক্সিজেন দেয়। অনেকেই হাসপাতালে অক্সিজেন কিনে লাগান, অথচ সরকার অসংখ্যবার বলার পরেও বাড়ির পাশে একটি গাছ লাগান না।

সবাইকে কমপক্ষে একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন শিল্পমন্ত্রী।

এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যর মধ্যে উপিস্থত ছিলেন- জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরীসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছসহ ১৩টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম