রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন

342

received_866679893479361

চঞ্চল সরদার, রাজবাড়ী থেকে: রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

এতে রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার কান্তি, সদর উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক মো. লতিফুর রহমান, বালিয়াকান্দি উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক রবিউল করিম, জেলা মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা শামীমা আক্তার, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক ও সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন বক্তব্য দেন।

সাংবাদিক সম্মেলনে রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. দেলোয়ার হোসেন, জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও বিবার্তা প্রতিনিধি শিহাবুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম