মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, “জাতীয় অর্থনীতিতে দেশের মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’’
তিনি বলেন, প্রতিটি পুকুর ও উন্মুক্ত জলাশয়কে মাছ চাষের উপযোগী করে মাছের পোনা ছাড়া হচ্ছে বলেই দিন-দিন মাছের উৎপাদন বাড়ছে।
নারায়ণ চন্দ্র চন্দ শনিবার বিকেলে খুলনা মহানগরীর বয়রা সরকারি মহিলা কলেজের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণকালে এ কথা বলেন।
বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে দ্বিতীয় সম্পদ হচ্ছে মাছ এ কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি’।
তিনি বলেন, দেশের মৎস্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।
মাছের পোনা অবমুক্তকরণের পর নারায়ণ চন্দ্র চন্দ কলেজ মিলনায়তনে শিক্ষকদের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন।
বয়রা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রওশন আকতারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর সালমা পারভীন ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক খান আহমেদুল কবির বক্তৃতা করেন। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এ সময় উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
টাঙ্গাইলে বন্যার ক্ষতি পোষাতে বাড়ির উঠানে বীজতলা
ভারতের ত্রিপুরায় ধরা পড়লো বিরল প্রজাতির মাছ
এবার বন্যায় মৎস্য সম্পদের ক্ষতি ৭৭৫ কোটি টাকা
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম