গাইবান্ধায় বজ্রপাতে মৃত্যু ঠেকাতে ১ লাখ তালের চারা রোপন

685

zakir-pic

তোফায়েল হোসেন জাকির, গাইবান্ধা থেকে: বজ্রপাতে মৃত্যু ঠেকাতে গাইবান্ধার জেলার সাত উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ২ ঘণ্টা সময়ের মধ্যে ১ লাখ তালের চারা রোপন করা হয়েছে।

জেলা ও স্ব-স্ব উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাল চারা রোপন কাজ সম্পন্ন করেন।

বিশেষ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ এবং থাইল্যান্ড ও ভিয়েতনামের অভিজ্ঞতার আলোকে বজ্রপাতে মৃত্যু কমাতে তালগাছ রোপণের সিদ্ধান্ত নেয়। দেশজুড়ে তাল গাছ লাগিয়ে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য এটাই সবচেয়ে কার্যকর স্থানীয় প্রযুক্তি বলে বিবেচনা করছেন সরকারি কর্মকর্তারা।

বিশেষজ্ঞদের মতে, নিজের মাথায় বজ্রপাতের আঘাত নিয়ে যেসব বড় গাছ বজ্রপাতের থাবা থেকে মানুষকে রক্ষা করে তার অন্যতম তালগাছ। থাইল্যান্ডে তালগাছ রোপণের পর বজ্রপাতে মৃত্যু কমেছে এমন তথ্য যাচাই করে বাংলাদেশেও তালগাছ রোপণের সিদ্ধান্ত হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এ তথ্য নিশ্চিত করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে সাত উপজেলার প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।”

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম