জয়পুরহাটে ২ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

342

2017-10-04_4_313634

জয়পুরহাট : পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে জেলার পাঁচবিবি ও ক্ষেতলাল উপজেলার দু’টি ইউনিয়নে আজ বুধবার বৃক্ষরোপণ কর্মসূচি-২০১৭ পালন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের শিমুলতলী-শালপাড়া ৬ কিলোমিটার পাকা রাস্তার দু’পাশে বিভিন্ন প্রজাতির ১ হাজার ৩ শ চারা রোপন করা হয়।

পুলিশ সুপার রশীদুল হাসান বুধবার সকালে ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। আয়মারসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল আলম বেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) সাজ্জাদ হোসেন, পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবার রহমান, ওসি ফরিদ হোসেন, পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মওলানা আব্দুল ওয়াদুদ, স্থানিয় ইউপি সদস্য আলাল হোসেন প্রমুখ।

অপরদিকে, ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আনোরুজ্জামান তালুকদার নাদিম। এখানে ওই এলাকার দুস্থ পরিবারের মাঝে বারোমাসি আমড়ার দুইশ চারা বিতরণ করা হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম