বরগুনার আমতলীতে ফলদ গাছের চারা বিতরণ

1081

Grafted_Mango_Tree
বরগুনা: জেলার আমতলীতে বুধবার গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে বরগুনার পুলিশ সুপার ৮শ ১০টি ফলদ গাছের চারা বিতরণ করেছেন।

আমতলীর নতুন থানা ভবনের হলরুমে জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এবং সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক ৭০ জন গ্রাম পুলিশ ও দফাদারদের মধ্যে ২শ ১০টি ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন।

পরে আমতলী সরকারি কলেজের হল রুমে কমিউনিটি পুলিশ ও শিক্ষার্থীদের নিয়ে ‘মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই একসঙ্গে’ স্লোগান নিয়ে মতবিনিময় করেন।

আমতলী কলেজের অধ্যক্ষ মো. মজিবুর রহমানের সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে কমিউনিটি পুলিশের সদস্যসহ ৩শ শিক্ষার্থীদের মধ্যে ৬শ ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম