শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে: দিনাজপুর নশিপুরে বাংলাদেরশ কৃষি উন্নয়ন কর্পোরেশন পাটবীজ খামারে মেয়াদ উর্ত্তীর্ণ ২শ ২৯ টন পাটবীজ পুড়িয়ে দিয়েছে।
রোববার দুপুর থেকে জ্বালিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
গত ১০ বছর ধরে গোডাউনে পড়ে থাকা এই সব বীজ নষ্ট করা হচ্ছে বলে জানিয়েছেন বিএডিসি পাটবীজ নশিপুর খামারের যুগ্ম পরিচালক শহিদুল ইসলাম।
প্রতিবছর জমে থাকা অব্যবহিত এই সব বীজের মূল্য ২ কোটি টাকার ওপরে বলে ধারণা করছেন তারা।
- ছাদকৃষি : আকাশে সবুজ স্তরের স্বপ্ন
- উৎপাদন বাড়ায় মাছ-মাংসে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন