মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে ‘জাতীয় ডেইরি উন্নয়ন ফোরাম’র সাক্ষাত

502

minister-narayon

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ‘জাতীয় ডেইরি উন্নয়ন ফোরাম’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ফোরামের সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলটি নারায়ণ চন্দ্র চন্দের ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’র পূর্ণাঙ্গ দায়িত্ব গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

মন্ত্রী ‘জাতীয় ডেইরি উন্নয়ন ফোরাম’র সদস্যদের সঙ্গে পরিচয়পূর্বক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত হন।
তিনি ‘জাতীয় ডেইরি উন্নয়ন ফোরাম’র বিভিন্ন উদ্যোগের সাধুবাদ জানিয়ে ফোরামকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বাংলাদেশের ‘দুগ্ধ উন্নয়ন নীতিমালা- ২০১৬’ চূড়ান্তের বিষয়ে ফোরামের সহযোগিতা কামনা করেন।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন