তিন দিনব্যাপী ৪র্থ আন্তর্জাতিক ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলা ও সেমিনার অনুষ্ঠিত হচ্ছে

357

300001

বাংলাদেশে এ্যানিমেল হেল্থ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) চতুর্থ বারের মতো আন্তর্জাতিক ডেনরি, মৎস্য ও পোষাপ্রাণি মেলা ও সেমিনার আয়োজন করেছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তিন দিনের এই মেলা বৃহস্পতিবার ৮ মার্চ থেকে শুরু হওয়া মেলা ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে।

এই প্রদর্শনী আন্তর্জাতিক মানের সেমিনার এবং মেলা- দুটি পর্বে বিভক্ত। মেলার দেশি-বিদেশি মিলিয়ে ১২৫টি কোম্পানির ৩০০টি স্টল রয়েছে ।

এ মেলা ও সেমিনার দেশের ডেইরি মৎস্য ও পোষাপ্রাণি সেক্টরের সমস্যা ও এর প্রতিকার, কারিগরি উন্নয়ন এবং স্থানীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে ব্যাপকভাবে অবদান রাখবে।

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র এমপি, আহকাব এর প্রেসিডেন্ট এ.কে.এম আলমগীর, আহকাব এর মহাসচিব ডা. মো. কামরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র, এমপি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ দারিদ্র বিমোচন এবং কর্ম সংস্থানে বিশেষ ভূমিকা রাখছে।

300

তিনি আরও বলেন, কোয়ালিটি রক্ষা করে রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

মেলায় বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট, কানাডা, ইতালি, যুক্তরাজ্য, নেদারল্যন্ড, জাপান, চীন, স্পেন, তুরস্ক, রোমানীয়া, ভিয়েতনাম, কোরিয়া, ভারত ও থাইল্যান্ডসহ অন্যান্য দেশের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতনামা প্রতিষ্ঠান অংশখগ্রহণে করেছে। এবং এ্যানিমেল হেল্থ সেক্টরে ব্যবহৃত সেক্টরে ব্যবহৃত বিভিন্ন পণ্য ও উপকরণাদি উপস্থাপন করেছে।

বাংলাদেশের প্রাণিজ সেক্টরের সকল উদ্যোক্তা, খামারী, পেশাজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ জনগণ মেলায় অংশগ্রহণের মাধ্যমে এ সেক্টরের বিভিন্ন সমস্যা, প্রতিকারের উপায়, নতুন বিনিয়োগ, সম্ভাবনা ও সার্বিক বিষয়ে জ্ঞান আহরণের মাধ্যমে এ সেক্টরে অবদান রাখতে সক্ষম হবেন।

কোন প্রকার প্রবেশ ফি ছাড়াই যেকোনো দর্শনার্থী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা পরিদর্শন করতে পারবেন।

আয়োজন কমিটি মেলার সঙ্গে ৩ দিনব্যাপী সেমিনারেরও আয়োজন করছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশি-বিদেশি ডেইরি, মৎস্য ও পোষাপ্রাণি বিজ্ঞানীর সেমিনারে প্রায় ৬১টি গবেষণাপএ উপস্থাপন করবেন।

বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমর্থনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলাটি প্লাটিনাম স্পন্সর হিসেবে এমএসডি এ্যানিমেল হেল্থ বেঙ্গল ওভারসিস লিমিটেড, গোল্ড স্পন্সর হিসেবে পিভিএস গ্রুপ, ভারত এবং সিলভার স্পন্সর হিসেবে ঢাকা গ্রুপ পৃষ্টপোষকতা করছে।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন