[su_slider source=”media: 940,941,942,943,944″ target=”blank” width=”400″ height=”200″ title=”no” pages=”no” mousewheel=”no” class=”post_slider”]
সুস্থ মস্তিস্কের গঠন ও সুস্বাস্থের অধিকারী হতে হলে মানুষের প্রয়োজন পুষ্টিকর খাদ্য গ্রহন করা। এই পুষ্টিকর খাদ্যের সিংহভাগই আমরা পেয়ে থাকি প্রাণীজ প্রোটিন থেকে। প্রাণীজ প্রোটিনের গুরুত্ব এক্ষেত্রে অপরিসীম তবে তা হতে হবে নিরাপদ ও মানসম্পন্ন। আর এই নিরাপদ ও মানসম্পন্ন প্রানিজ প্রোটিনের জন্য প্রয়োজন প্রোবায়টিক যা ব্রয়লার মাংস ও ডিম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এইসব পণ্য বাজারজাত করনে এনিম্যাল হেলথ সেক্ট্ররের অন্যতম প্রতিষ্ঠান “PVF Agro Limited” বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
পুষ্টিসম্পন্ন খাদ্য ও প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরনের লক্ষে রাজধানীর অভিজাত হোটেল রিজেন্সীতে PVF Agro Limited এবং থাইল্যান্ডের বিখ্যাত প্রোবায়োটিক উৎপাদনকারী প্রতিষ্ঠান K.M.P BIOTECH CO.Ltd এর যৌথ উদ্দ্যোগে অনুষ্ঠিত হলো “Pro.B এবং Bactosac” এর উপর এক কারিগরী সেমিনার। এই সেমিনারে থাইল্যান্ডের Silpakorn University in Faculty of Animal Science and agricultural Technology এর Dean এবং K.M.P BIOTECH CO.Ltd এর কনসালট্যান্ট Dr.Kriengask Poonsul শুভেচ্ছা জানিয়ে তার আলোচনা শুরু করেন। তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশে চতুর্থবারের মত আসতে পেরে আমি আনন্দিত। K.M.P BIOTECH CO.Ltd এর জেনারেল ম্যানেজার Dr.Pairat Thitisak এবং Dr. Kriengask Poonsuk “Pro.B” এবং “Bactosac” এর গুনাগুন ও প্রয়োগবিধি নিয়ে আলোচনা করেন এবং আলোকচিত্র প্রদর্শন করেন। উক্ত কারিগরী সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রানিসম্পদ অধিদপ্তরের ডিডি (বাজেট) ডা. মোঃ শহিদুল ইসলাম। এছাড়া PVF Agro Limited এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবীদ আব্দুল লতিফের সভাপতিত্তে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রানিসম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক (ফার্ম) জনাব নকিব উল্লাহ সিদ্দিকী পিএইচডি, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা (গাজীপুর) ডা.অখিল চান্দ্র, বিশিষ্ট পোল্ট্রি কনসালট্যান্ট ডা. এন.সি.বনিক।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোঃ শহিদুল ইসলাম বলেন, আমাদের পোল্ট্রি সেক্টরে এ ধরনের একটি পণ্যের প্রয়োজন ছিল। যা PVF Agro Ltd. বাজারজাত করার পরিকল্পনা নেওয়ায় আমি তাদের কে ধন্যবাদ জানাই।
বিশেষ অতিথির বক্তব্যে ড. নকিব উল্লাহ সিদ্দীকি বলেন, PVF Agro এর বাজারজাতকৃত “Pro.B” এবং “Bactosac” পণ্য দেশের পোল্ট্রিতে ব্যবহার করার সুযোগ আছে। পোল্ট্রিতে এগুলির ব্যবহার ও ফলাফল দেখে সন্তোষ প্রকাশ করেন।
বিশিষ্ট পোল্ট্রি কনসালট্যান্ট ডা. এন.সি বনিক বলেন, “Pro.B” এবং “Bactosac” পণ্য দুটি পোল্ট্রি খামারীদের কাছে বেশ গ্রহনযোগ্যতা পাবে।তিনি আরও বলেন, PVF Agro Ltd. প্রতিটি পণ্য নিয়ে গবেষণা করে মাঠ পর্যায়ে বাজারজাতকরনের লক্ষে এগিয়ে যাচ্ছে, এজন্য PVF Agro Ltd. কে ধন্যবাদ জানাই।
সভাপতির বক্তব্যে PVF Agro Ltd. এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আব্দুল লতিফ উপস্থিত সকলকে কৃতজ্ঞতা জানান এবং মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতার আলোকে খামারীদের আর্থিক লাভ ও ক্ষতি নিয়ে আলোচনা করেন। সবশেষে সকলকে নৈশ ভোজের আমন্ত্রন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
দেশের প্রানিসম্পদ সেক্টরের কর্মরত প্রানিসম্পদ অধিদপ্তরের উধতন কর্মকর্তা, পোল্ট্রি বিশেষজ্ঞ, নিউট্রিশনিষ্ট, ফিড মিল ও ব্রিডার ফার্মের উধতন কর্মকর্তা, পোল্ট্রি খামারী, এনিম্যাল হেলথ পণ্য বিক্রেতা সহ শতাধিক অতিথি এ সেমিনারে উপস্থিত ছিলেন।
একই বিষয়ের উপর ২৪/০৯/১৬ ইং বগুড়ায় মম ইন হোটেল এন্ড রিসোর্ট এবং বন্দর নগরী চট্টগ্রামে ২৬/০৯/১৬ ইং তারিখে হোটেল Lord Inn. এ পৃথক দুটি কারিগরী সেমিনার অনুষ্ঠিত হয়।