কুমিল্লায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রামের কর্মশালা

335

comilla

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালকের সভাকক্ষে ১৯ এপ্রিল প্রকল্প বাস্তবায়ন ইউনিট (পিআইইউ), ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রাম-ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় ২০১৭-১৮ অর্থ বছরের কুমিল্লা অঞ্চল, কুমিল্লায় একদিনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা ও সিলেট অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি তথ্য সার্ভিস এর আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তাসহ ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মাঠ পর্যায়ে কৃষি কার্যক্রমের অগ্রগতি ও কৃষি প্রযুক্তিকে কৃষক পর্যায়ে বাস্তবায়ন করে, কৃষিবান্ধব সরকারের টেকসই পরিকল্পনাকে সামনে রেখে, দেশে খাদ্য ও পুষ্টি চাহিদা মিটানো এ কর্মশালার উদ্দেশ্য।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন- কৃষিবিদ পিযুষ কান্তি সরকার, প্রশিক্ষণ ও যোগাযোগ বিশেষজ্ঞ, ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলোজি প্রোগ্রাম-ফেজ ২ প্রজেক্ট (এনএটিপি-২), খামারবাড়ি, ঢাকা।

বিশেষ অতিথি ছিলেন-কৃষিবিদ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, খাদিমনগর, সিলেট। কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-কৃষিবিদ মো. জাহেদুল হক, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চল।

কর্মশালায় মাল্টিমিডিয়ার সাহায্যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে কৃষিবিষয়ক তথ্য উপাত্ত উপস্থাপন করেন- কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী, উপপরিচালক, ডিএই, কুমিল্লা; কৃষিবিদ আবু নাছের, ডিএই, ব্রাহ্মণবাড়িয়া; কৃষিবিদ স্বপন কুমার সাহা, উপপরিচালক, ডিএই, সুনামগঞ্জ; কৃষিবিদ মো. আবুল হাসেম, উপপরিচালক, সিলেট।

সংবাদদাতা: মো. মহসিন মিজি, উপসহকারী কৃষি অফিসার, কৃষি তথ্য সার্ভিস, কুমিল্লা।

Rafid

ফার্মসঅ্যান্ডফার্মারস২৪ডটকম/মোমিন