[metaslider id=”9457″]
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), আইসিডিডিআরবি ও কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) আয়োজনে নির্বাচিত জেলায় ডেইরি ফার্মিংয়ে জুনোটিক যক্ষ্মা ও ডায়রিয়াজনিত রোগের গবেষণা প্রকল্পের উদ্বোধন কর্মশালা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার মহাখালীর আইসিডিডিআরবির সাসাকাওয়া সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
তিন বছর মেয়াদী এ প্রকল্পের অর্থায়ন করছে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)।
আইসিডিডিআরবির প্রধান ইনভেসটিগেটর ড. মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দীন খান।
অতিথি হিসেবে ছিলেন ড. ওয়াইস কবির। বিশেষ অতিথি ছিলেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড.মিরজাদি সাবরিনা ফ্লোরা, এলআরআইয়ের পরিচালক ড. মো. রেজাউল ইসলাম ও বাকৃবি রিসার্স সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এম.এ.এম ইয়াহিয়া খন্দকার।
কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ড. এস.এম লুৎফুল কবির। এছাড়া বিভিন্ন অঞ্চলের প্রণিসম্পদ কর্মকর্তা, খামারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল ঢাকা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন অঞ্চলের ডেইরি ফার্মিংয়ে যক্ষ্মা ও ডায়রিয়াজনিত রোগের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করা, ডেইরি ফার্মিংয়ে মাইকোব্যাকটেরিয়া ও ক্যামপাইলোব্যাকটার প্রজাতি সনাক্ত করা এবং ডেইরি ফার্মে স্বাস্থ্যবর্ধক পদ্ধতি চর্চার উন্নয়ন করা।
ফার্মসঅ্যান্ডফার্মারস২৪ডটকম/মোমিন