AHCAB এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন

687

[su_slider source=”media: 1736,1738,1737,1739,1740,1741,1742,1743″ title=”no” pages=”no”]

ফার্মস এন্ড ফার্মার২৪.কম ডেস্ক: ব্যপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল AHCAB এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হলেও মূলত বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা এবং লোক সমাগম বাড়তে থাকে। এবারের নির্বাচনে মোট ২৪ জন  প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন । যে ২৪ জন AHCAB এর ২০১৭-২০১৮ ইং সালের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন মেজর এবিএ মেসবাহ উদৌলা(অবঃ), এআর এম তাইবুর রহমান, সায়েমউল হক, মোঃ সিরাজুল হক, খাইরুল কবির আরিফ, মোহাম্মদ তারেক সরকার, মোঃ দবির হোসাইন, কৃষিবীদ মোঃ সাখাওয়াত  হোসেন, মোঃ আব্দুল গোফরান, মোহাম্মদ আক্তার আলম, মোঃ মোসলে উদ্দিন, ডা. মোঃ কামরুজামান, ডা. এস এস বি আব্দুস সবুর, এ কে এম আলমগীর, অখিল চান্দ্র ভৌমিক, ডা. মোঃ সরোয়ার জাহান, ডা. মোঃ জসিম উদ্দিন, মোঃ নাজমুল হাসনাইন খান, নাহিদ জাহান, মাহবুব হোসাইন, ডা. মোঃ এনাম আহমেদ, ডা. মোঃ রাসেদুল জাকির, ডা. খন্দকার মোহাম্মদ মাহমুদ হোসেন এবং ডা. গদাধর চন্দ্র শীল।
২৪ জন প্রাথী প্রতিদ্বন্দিতা করে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন-

১। ডা. এস এস বি আব্দুস সবুর
২। ডা. মোঃ রাসেদুল জাকির
৩। মোঃ মোসলে উদ্দিন
৪। ডা. মোঃ এনাম আহমেদ
৫। ডা. গদাধর চন্দ্র শীল
৬। এ কে এম আলমগীর
৭। অখিল চান্দ্র ভৌমিক
৮। মোহাম্মদ তারেক সরকার
৯। মোঃ কামরুজামান
১০। খাইরুল কবির আরিফ
১১। ডা. মোঃ সরোয়ার জাহান
১২। ডা. মোঃ জসিম উদ্দিন
১৩। নাহিদ জাহান
১৪। মোঃ সিরাজুল হক
১৫। ডা. খন্দকার মোহাম্মদ মাহমুদ হোসেন

পোর্টফলিভ নির্বাচন ৪ ডিসেম্বর রবিবার বিকাল ৪টায় AHCAB অফিসে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর মধ্যে একজন করে সভাপতি, সহ-সভাপতি, মহাসচিব, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবেন।

অত্যান্ত সুষ্ঠ, সুন্দর এবং কোন আপত্তিকর ঘটনা ছাড়াই নির্বাচন সংঘটিত হওয়ায় AHCAB এর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে  আন্তরিক ধন্যবাদ জানান হয়।