AHCAB এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

178

Animal Health Companies Association of Bangladesh (AHCAB) এর দুই বছর (২০২৩-২০২৫) মেয়াদি কার্যনির্বাহী কমিটি (১৫ সদস্য বিশিষ্ট কমিটি) পদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) বিকেলে রাজধানীর ফার্মগেটে অবস্থিত আহকাব ফেব্রুয়ারী) এর বোর্ড রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০২৩-২০২৫ মেয়াদের জন্য কমিটির সদস্যদের নাম ঘোষনা করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হন নোভিভো এনিমেল হেলথ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সায়েম উল হক এবং মহাসচিব পদে পুন:নির্বাচিত হন ইমপেক্স মার্কেটিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফতাব আলম।

আহকাব এর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মো. হামিদুর রহমান (যুগ্ম সচিব – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়) বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত ১৫ জন সদস্যের নাম ঘোষণা করেন। নির্বাচনে মোট প্রার্থী ৩০ জন থেকে সমঝোতার ভিত্তিতে ১৫ জন প্রার্থিতা প্রত্যাহার করায় বাকি ১৫ জন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নতুন কমিটিতে সহ সভাপতি হিসেবে এফটিডিসি ট্রেড অ্যান্ড কনসালটেশন এর ডা. আবদুস সবুর, যুগ্ম সচিব হিসেবে সেইফ বায়ো প্রোডাক্টস লি: এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোহাম্মদ সরোয়ার জাহান, কোষাধ্যক্ষ হিসেবে আদিয়ান এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক ডা. জামিল হুসাইন, সাংগঠনিক সম্পাদক হিসেবে ইসলাম এন্টারপ্রাইজ এর এ এম আমিরুল ইসলাম ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত সদস্যদের পুরো লিস্টঃ