BPIA নির্বাচনে “খামারী প্যানেল”-এর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ

183

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (BPIA)-এর দ্বি-বার্ষিক নির্বাচন নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৯টি পদের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছে ‘খামারী প্যানেল’ এবং কেবল একটিতে জয় পেয়েছে ‘পোলট্রি সুরক্ষা প্যানেল। মোট ২২৪ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন: শতাংশের হিসেবে যার পরিমান ৮৭.৯৪!

সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজারের টিসিবি ভবনে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত  একটানা ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয়। নির্বাচনে “খামারী প্যানেল” নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন-এর ২০২৩-২০২৫ মেয়াদে কার্যনির্বাহী সদস্য নির্বাচনে প্রাথমিক ফলাফল
ডা. মোছাদ্দেক হোসেন-প্রাপ্ত ভোট:১৩৫
খন্দকার মোহাম্মদ মহসিন-প্রাপ্ত ভোট:১২৮
ড. এম. এম. খান-প্রাপ্ত ভোট:১২৫
ইমরান হোসাইন-প্রাপ্ত ভোট:১২৫
মোঃ তোফাজ্জল হোসেইন-প্রাপ্ত ভোট:১২৪
অঞ্জন মজুমদার-প্রাপ্ত ভোট:১২২
টি আই এস যাহিদুর রহিম জোয়ার্দার-প্রাপ্ত ভোট:১২২
মাহবুব আলম-প্রাপ্ত ভোট:১২২
মো: নুরুল মোর্শেদ খান-প্রাপ্ত ভোট:১২১
মো: আব্দুর রহিম-প্রাপ্ত ভোট:১১৯
মো: আলমগীর হোসেন-প্রাপ্ত ভোট:১১৯
শাহ্ হাবিবুল হক-প্রাপ্ত ভোট:১১৮
মিসেস শাওন-প্রাপ্ত ভোট:১১৮
এ.কে. ফজলুল হক–প্রাপ্ত ভোট:১১৬
মো: ইসরাফিল-প্রাপ্ত ভোট:১১৬
খন্দকার মনির আহমেদ–প্রাপ্ত ভোট:১১৫
মো: মিজানুল ইসলাম খান-প্রাপ্ত ভোট:১০৯
ফয়েজ আহামেদ-প্রাপ্ত ভোট:১০৯
কাজী আবু সাইদ-প্রাপ্ত ভোট:১০০

দেশের পোল্ট্রি শিল্পের সবচেয়ে পুরাতন এই সংগঠনটির নির্বাচনে নির্বাচন বোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই-এর পরিচালক জনাব আমজাদ হোসাইন। এছাড়া সদস্য হিসেবে ছিলেন এফবিসিসিআই-এর পরিচালক জনাব আবু নাসের এবং এক্সিকিউটিভ অফিসার জনাবা মূর্ছনা আফরোজ।

পোল্ট্রি শিল্পের সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডাররা চান এ নির্বাচনে বিজয়ীরা সত্যিকার অর্থেই এ শিল্পের জন্য কাজ করবে এবং সকলে মিলে একটি ছাতা নিচে এসে দেশের অন্যান্য শিল্পের মতো এ শিল্পকেও একটি শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে সঠিক নেতৃত্ব দিয়ে যাবেন।