Eurotier 2018 কাজী এগ্রো লিমিটেড এর অংশগ্রহণ

386

Eurotier-2018-(1)

Dr. Eckel Animal Nutrition GmbH & Co. KG এর আমন্ত্রণে গত ১২ নভেম্বর কাজী এগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডা. কাজী আবু সাঈদ এবং তারিকুল ইসলাম(Busness Manager, Kazi Agro Ltd.) Eurotier:-the worlds leading trade fair for animal production 2018 এ অংশ গ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।

তাদের সফর সঙ্গী ছিলেন: মো.শফিকুল ইসলাম (এমডি, আমান ফিড লি.),এডিএম নুরুল মুস্তাফা কায়সার (Consultant, Nourish Poultry Feed) মো. গোলাম মোত্তাকীন তুহিন (Director, Ekramul Hoque Agro Industries Pvt. Ltd,).
তাঁরা ১৩ থেকে ১৫ নভেম্বর Dr. Eckel’s booth hall 20, D-25 সহ Eurotier 2018 পরিদর্শন করেন।

তাঁরা ১৬ নভেম্বরে Dorint Parkhotel convention centre-2 তে অনুষ্ঠিত কয়েকটি সম্মেলনে:-

1.Innovation in Animal Nutrition:fromlegends to real progress:-Professor Wilhelm Windisch (Technical University of Munich).

2.Our approach to reduce feed and losses:-Dr.Michael Wilhelm & Dr.Elisabeth Holl (Dr.Eckel Animal Nutrition).

3.The fascinating power of phytogenenics:-Anne Moddel(Dr.Eckel Animal Nutrition).

4.The road towards antibiotics-free animal Nutrition:-Dr.Bernhard Eckel(Vice President Dr.Eckel Animal Nutrition).

এবং Dr. Eckel Animal Nutrition GmbH & Co.KG এর আমন্ত্রনের অংশ হিসেবে Dr.Eckel’s Headquaters, production site, Vulkan Brewery ও Wertheim Village পরিদর্শন করেন। এছাড়াও France, Switzerland সহ Europe এর কয়েকটি দেশ পরিদর্শন শেষে 24 নভেম্বর 2018 ইং তারিখে বাংলাদেশে পৌঁছান।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন