OIE Veterinary Education Twinning project between TCSVM, USA and CVASU Bangladesh

429

aa

“OIE Veterinary Education Twinning project between TCSVM, USA and CVASU Bangladesh” এর উদ্যোগে Continual Educational Program for Field Vets শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গত ২-৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালাটি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, নোয়াখালী ও ফেনী জেলায় কর্মরত ফিল্ড ভেটেরিনারিয়ানদের  নিয়ে আয়োজন করা হয়। ০২ সেপ্টেম্বর ২০১৬ রোজ শুক্রবার সকাল ৮.৩০ ঘটিকায় প্রশিক্ষণ কর্মশালার উদ্ভোধন করেন চট্টগ্রাম ভেটেরিনরি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ’র মাননীয় উপাচার্য প্রফেসর ডঃ গৌতম বুদ্ধ দাশ। মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা ও তার গবেষনালব্ধ সমাধান খুজে বের করা এবং গবেষনায় উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি খামার পর্যায়ে সম্প্রসারনের মাধ্যমে প্রাণিসম্পদের উন্নয়ন ছিল এ কর্মশালার অন্যতম লক্ষ্য। গত ০৩ সেপ্টেম্বর ২০১৬  রোজ শনিবার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব এ এইচ এম মনোয়ার হোসেন বলেন, প্রাণিসম্পদের উন্নয়নে সিভাসু তার প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই এবারের আয়োজনকেউ সাধুতাদ জানান অনুষ্ঠানটির বিশেষ অতিথি চট্টগ্রামের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রেয়াজুল হক। সভাপতির বক্তব্যে প্রজেক্ট লিডার ও সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আহসানুল হক উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং এধরনের আরও চারটি কর্মশালার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।