অতিরিক্ত দামে ধানের বীজ বিক্রির অভিযোগে ব্যবসায়ীর জরিমানা

2055

Dhan

এসএম জামাল, কুষ্টিয়া থেকে: কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাজারে মূল্যতালিকা থেকে অধিক দামে ধানের বীজ বিক্রির অভিযোগে হাবিবুর রহমান নামে এক বীজ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এই আদালত পরিচালনা করেন।

জানা গেছে, সদর উপজেলার আইলচারা বাজারের বীজ ব্যবসায়ী হাবিবুর রহমান প্যাকেটজাত এ রাইজ ধানী গোল্ড ৩৫০ টাকার স্থলে সাড়ে ৪ শ থেকে পাঁচশ টাকায় বিক্রি করে আসছিল। এছাড়াও বিএডিসির আমন বীজ অবৈধভাবে মজুদ করে প্রতি বস্তা সরকার নির্ধারিত ৩শ ৪০ টাকা দরের বদলে ৫শ টাকা দরে বিক্রি করছিলেন। ওই গ্রামের বেশ কয়েকজন কৃষক এ ব্যাপারে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বৃহস্পতিবার তার দোকানে অভিযান চালান।

এ সময় দোকান মালিক হাবিবকে “ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯” এ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে।

এসময় জেলা বিএডিসির উপপরিচালক (বীজ বিপণন) এ কে এম কামরুজ্জামান, সদর উপজেলা কৃষি অফিসার মো. সেলিম হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় ডিলারদের ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বীজ বিক্রি, দোকানে লাল সালুতে বিএডিসি বীজের বিক্রয় মূল্য টাঙানো, সময় মতো অ্যারাইভাল রিপোর্ট প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। অন্যথায় লাইসেন্স বাতিলসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দেয়া হয়।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম