আধুনিক পোল্ট্রি ফার্ম গড়তে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জামের খোঁজ

1590

HooversHatchery-Collage
যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জাম: পোল্ট্রি শিল্পের আধুনিকায়নে তথা প্রযুক্তিগত ও বিজ্ঞানসম্মত উন্নয়নে সবচেয়ে প্রয়োজনীয় ও অন্যতম উপাদান হচ্ছে যন্ত্রপাতি ও যত্রাংশ। আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটাতে না পারলে পোল্ট্রি ব্যবসাকে শিল্পে উত্তরণ করা সম্ভব নয়। পোল্ট্রি যন্ত্রপাতি এবং সার-সরঞ্জাম বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়।

বাংলাদেশ বেশ কয়েকটি প্রতিষ্ঠান আধুনিক পোল্ট্রি ফার্মের যন্ত্রপাতি ও সাজ-সরঞ্জাম বাজারজাত করছে। আশা করছি এসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের চাহিদা পূরণে সক্ষম হবে এবং নিশ্চয়ই খামারকে যথাসম্ভব বিজ্ঞানসম্মত, আধুনিক, উন্নত লাভজনক খামারে পরিণত করার জন্য উদ্যোক্তরা সচেষ্ট থাকবেন। কেননা, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে খামারে অবশ্যই সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটাতে হবে । তবেই সম্ভব হবে পোল্ট্রি শিল্পের সামগ্রিক উন্নয়ন।

সর্বশেষ আমরা আশা করছি এসব প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের চাহিদা পূরণে সক্ষম হবে এবং নিশ্চয়ই খামারকে যথাসম্ভব বিজ্ঞানসম্মত, আধুনিক, উন্নত ও লাভজনক খামারে পরিণত করার জন্য উদ্যেক্তারা সচেষ্ট থাকবেন ।

প্রশ্ন হচ্ছে উদ্যোক্তরা এসব যন্ত্রপাতি কোথা থেকে সংগ্রহ করবেন?

যারা নতুন ফিডমিল ও পোল্ট্রি হ্যাচারি করবেন বলে ভাবছেন এবং যারা ইতোমধ্যেই পরিকল্পনা করেছেন কিন্তু সেটাকে আরো আধুনিক করতে চান তাদের জন্য আমরা কিছু নির্বাচিত পোল্ট্রি যন্ত্রপাতি আমদানীকারক ও প্রস্ততকারক প্রতিষ্ঠানের নাম ঠিকানা তুলে ধরছি।

সবকিছু বিবেচনা করে বাজার সম্পর্কে গবেষণা করুন। বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে দীর্ঘ নীতি গ্রহণ করুন।

এসব সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে নিয়মিত চোখ রাখুন: www.farmsandfarmer24.com নিউজপোর্টালে।

1.Axon LTD
Manager/service (24/7) :+8801716379938
E-mail:[email protected]

2.Technology & Agro Trading Co (TATCO)
Altaf hossain-01819214992
E-mail:[email protected]

3.Protimax International
Call:01712511672
E-mail:[email protected]

4. Prestige feed & Ingredient
Kazi Aziz Sobhan-01711-616282
E-mail: [email protected]

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/এম