আনোয়ারায় ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ

135

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে বাজারজাত করার দায়ে বিভিন্ন প্রজাতির ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় ইউএনও মো. ইশতিয়াক ইমনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এসব মাছ জব্দ করা হয়।

পরে জব্দকৃত মাছ থেকে ১০০ কেজি পাঁচটি এতিমখানায় বিতরণ করা হয় এবং বাকি মাছ এক লাখ ৯৪ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়। এসব মাছবাহী ট্রাক চালকদের মধ্যে চারজনকে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর ৫ ধারায় পাঁচ হাজার করে ২০ হাজার টাকা এবং একজনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. রাশিদুল হক, মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম ও অফিস সহকারী মোহাম্মদ এনামুল হক উপস্থিত ছিলেন।