[su_slider source=”media: 2139,2141,2140,2137,2138″ title=”no” pages=”no”]
মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ ও কিছুটা বৈচিত্রের লক্ষ্যে আহকাবের বার্ষিক বনভোজন ৭ই জানুয়ারি ২০১৭ ইং তারিখে অনুষ্ঠিত হয়। ঢাকা-টাংগাইল মহাসড়কের চন্দ্রা বাসষ্ট্যান্ড এর সন্নিকটে শিল্পীকুঞ্চ পিকনিক স্পটে এই বনভোজন অনুষ্ঠিত হয়। আহকাবের সদস্যগন, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও তদীয় পরিবারবর্গ এ অনুষ্ঠানে যোগদান করেন। এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের সন্মানিত মহাপরিচালক ডাঃ আইনুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের অনান্য কর্মকর্তাবৃন্দ এবং আহকাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ডাঃ এম এম খান স্বপরিবারে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল বাচ্চাদের দৌড়, মেয়েদের সুই-সুতা দৌড়, প্রেসিডেন্ট বনাম সেক্রেটারি জেনারেল দলের মাঝে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, বাস্কেটে বল নিক্ষেপ এবং মহিলাদের পিলো পাসিং। এছাড়াও অংশগ্রহণকারী সকল সদস্য কোম্পানির সন্মানসুচক ক্রেস্ট এবং আকর্ষণীয় পুরষ্কার র্যাফল ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় আমন্ত্রীত শিল্পী এবং আহকাব সদস্যদের সন্তানের উপস্থাপনায় মনোঙ্গ সঙ্গীতানুষ্ঠান।