আহকাবের বার্ষিক বনভোজন-২০১৮ অনুষ্ঠিত

413

মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ ও কিছুটা বৈচিত্র্যের লক্ষ্যে আহকাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জানুয়ারি) বাংলাদেশ সমরাস্থ কারখানা গল্‌ফ পিকনিক স্পটে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

বনভোজনে আহকাবের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের লোকজন অংশগ্রহণ করেন।

[metaslider id=8248]

বনভোজনের দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল বাচ্চাদের দৌড়, মেয়েদের সুঁই-সুতা দৌড়, প্রেসিডেন্ট বনাম সেক্রেটারি জেনারেল দলের মাঝে প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা। এই ক্রিকেট ম্যাচে সেক্রেটারি জেনারেলের দল জয়লাভ করে। এছাড়া বাস্কেট বল নিক্ষেপ এবং নারীদের পিলো পাসিং খেলাও হয়।

এর পর অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে র‌্যাফেল ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মধ্যাহ্ন ভোজের পর আমন্ত্রিত শিল্পী সোহাগ ও সুপ্তির মনোঙ্গ সঙ্গীতানুষ্ঠান উপভোগের মধ্যে শেষ হয় বনভোজনের এই আনন্দ আয়োজনের।

ফার্মসঅ্যান্ডফার্মার২৪ডটকম/মোমিন