এ্যানিমেল হেল্‌থ কোম্পানি এসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB) এর সপ্তম অভিষেক অনুষ্ঠিত

867

[su_slider source=”media: 1878,1879,1877″ title=”no” pages=”no”]

ফার্মস এন্ড ফার্মার২৪.কম ডেস্ক: এ্যানিমেল হেল্‌থ কোম্পানি এসোসিয়েশন অব বাংলাদেশ (AHCAB) এর সপ্তম অভিষেক অনুষ্ঠান বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ সাদেকুল হক এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ সেক্টরের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ আহাকাবের নব নির্বাচিত কমিটি এবং বিদায়ী কমিটির সদস্য বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, ৫% লাভে খামারীদের ঋীণ প্রদান এবং দুগ্ধ শিল্পের উন্নয়নে তাঁর সরকার বিশেষ উদ্যোগ গ্রহন করেছে। সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন দুগ্ধ শিল্প উন্নয়নে আরো কাজ করতে হবে। এছাড়া অতিথিদের মধ্যে আরো অনেকে বক্তব্য রাখেন।

বিদায়ী মহাসচিব ডাঃ এম নজরুল ইসলাম, নব নির্বাচিত কমিটির মহাসচিব ডাঃ কামরুজ্জামানের কাছে দায়িত্ব হস্তান্তরের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।