এড়েঁ গরুকে খোঁজাকরণের উদ্দেশ্য হলো পশু যাতে শান্ত হয় এবং দ্রুত শরীরে মাংস বৃদ্ধি পায়। তাছাড়া খোঁজাকৃত পশুকে সহজেই নিয়ন্ত্রণ করা যায়। এ জাতীয় গরুকে শিশু, মহিলা, বৃদ্ধ সবাই পরিচর্যা করতে পারে। তবে বাজারে এড়েঁ গরুর চাহিদা বলদ গরুর চেয়ে বেশী। আর যে সব পশু অস্থির, খাবারের প্রতি রুচি তেমন থাকে না এবং ধাতু রোগে ভোগে ঐ সব গরুকে খোঁজা করা উচিত।
এঁড়ে গরুকে খোঁজা করতে হবে তবে মুচি দ্বারা কখনো খোঁজা করানো যাবে না। নিকটস্থ সরকারী পশু হাসপাতালে যোগাযোগ করে বার্ডিজো ক্যাস্টট্রেটর মেশিনের দ্বারা এঁড়ে গরুকে খোঁজা করতে হবে।
খুব সহজ উপায়ে বার্ডিজো ক্যাসট্রেটর দ্বারা এঁড়ে গরুকে খোঁজা করা যায়। বার্ডিজো দ্বারা গরুর শুক্রনালীতে চাপ দিলে শুক্রনালী ছিড়ে যায় ও রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ফলে শুক্র তৈরী হতে পারে না। দুই শুক্রনালীতে দুইবার চাপ দিতে হয়। বার্ডিজো ব্যবহারের পর ক্ষতস্থানে আয়োডিন বা বেনজিন দিতে হবে। বয়স্ক গরু বা মহিষ খোঁজা করতে হলে অপারেশন করতে হয়। এতে উক্ত গরুর উত্তেজিত ভাব কমে আসবে এবং খাওয়ার প্রতি মনোযোগী হবে।
ফার্মসএন্ডফার্মার/৩ফেব্রু২০২০