কবুতরের গোল কৃমি, জেনে নিন চিকিৎসা পদ্ধতি

1676

গোল কৃমি
★★★ কারণঃ

এসকারিস নামক প্যারাসাইট দ্বারা এ রোগ হয়। গোলকৃমিকে সাধারণতঃ এসকারিস বলা হয়। এটি কবুতরের একটি কমন প্যারাসাইট। অপরিষ্কার খাবার,পানি, বা অন্য কবুতর থেকে, বা আক্রান্ত পুরাতন বিষ্ঠা থাকে হয়।

★★★ লক্ষণঃ

দুর্বলতা, খাদ্য গ্রহণে অনীহা, শুকিয়ে যাওয়া, ডাইরিয়া (মলে রক্ত থাকে ককসিডিয়া), পুষ্টিহীনতা ও অবশেষে মৃত্যু ঘটে। প্রাপ্তবয়স্ক কৃমি সাধারণতঃ দৈর্ঘ্যের ১ থেকে ১.৫ ইঞ্চি লম্বা হয় যা কবুতরের Droppings বা ‍বিষ্ঠা দেখতে পাওয়া যায়।

★★★ চিকিৎসাঃ

১। Wormazole ছোট কবুতরের জন্য ছোট ১ ড্রপ, জন্য বয়স্কদের বড় ১(এক) ড্রপ । খুব ছোট কবুতরের বাচ্চা কে ক্রিমির ওষুধ খাওয়ানো যাবে না।

২। Asca Pilla: প্রতিটি কবুতরের জন্য ১(এক) টা ট্যাবলেট।

৩। Panacure: প্রতিটি কবুতরের জন্য ৪ ভাগের ১ ভাগ ট্যাবলেট।

৪। Avinex: পানি ১(এক) লিটার সঙ্গে ১(এক)গ্রাম পাউডার।

★★ বিঃদ্রঃ কৃমিনাশকের সাথে ভিটামিন ও মিনারেল প্রিমিক্স এবং এমাইনো এসিড খাওয়াতে হবে।

★★★ প্রতিরোধঃ

1. কবুতরের Droppings বা ‍বিষ্ঠা নিয়মিত পরিষ্কার করতে হবে।

2. নিয়মিত ভালো জীবাণুনাশক ব্যবহার করতে হবে।

3. খাবার পানির পাত্র ও খাবার পাত্র পরিষ্কার করতে হবে।

4. রোগ আক্রান্ত কবুতরকে আলাদা করে রাখতে হবে।

5. নিয়মিত খাঁচা বা খামার পরিষ্কার রাখতে হবে।

6. ২ থেকে ৩ মাস পর পর কৃমিনাশক ঔষধ খাওয়াতে হবে।

7. জৈব নিরাপত্তা ব্যবস্থা মেনে চলতে হবে।

ফার্মসএন্ডফার্মার/২৫সেপ্টেম্বর২০